মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বলেছেন, আকসি আলতে (৩২) নামে ওই তুর্কি নাগরিকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি মাঙ্কিপক্স আক্রান্ত কি না।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে হাসপাতালে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
মিজানুর রহমান আরও বলেন, আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। আমরা তাকে ১০ বেডের আইসোলেশন ওয়ার্ডে তাকে রেখেছি। বিষয়টি এখনও সন্দেহের পর্যায়ে রয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। তিনি সুস্থ আছেন।
এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টায় আকসি আলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের নিয়ে আসা হয়।
গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়। ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।