বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেরাদের তালিকায় দিরাইয়ের মেয়ে স্বস্তি

আপডেট : ০৮ জুন ২০২২, ২৩:০৫

‘আমার দাদু একজন মুক্তিযোদ্ধা। প্রায়ই তিনি আমাদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প বলেন। সেই থেকেই বঙ্গবন্ধুর প্রতি একটা ভালো লাগা-ভালোবাসা কাজ করতে থাকে। এ ছাড়াও, টিভিতে উনাকে নিয়ে অনেক কিছু দেখায়। এগুলো আমি মন দিয়ে দেখতাম। বিশেষ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটা অনেক বেশি ভালো লাগতো। পরে দাদুকে বললে তিনি এই ভাষণের গুরুত্ব আমাকে বুঝিয়ে বলেন।’

‘একটা মানুষের ভাষণে দেশের মানুষ যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলো, এই বিষয়টি দারুণভাবে আমাকে ভাবায়। চিন্তা করলাম ভাষণটা আমি শিখবো। আমার ইচ্ছার কথা বাবাকে বললে তিনি আমাকে সাহায্য করেন’, কথাগুলো একধারে এভাবেই বলে যাচ্ছিল সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ম শ্রেণির শিক্ষার্থী স্বস্তি দাস।

স্বস্তি বলছিল, ‘তৃতীয় শ্রেণিতে ওঠার পর থেকেই ভাষণের উপর চর্চা শুরু করি। এবং ২০১৮ সালে চতুর্থ শ্রেণিতে ওঠার পর সে-বছরর ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ওপর অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা উপজেলার মধ্যে প্রথমস্থান অর্জন করি।’

উপজেলার পূর্ব দিরাইয়ের বাসিন্দা শুভ্র কান্তি দাস ও শিল্পী রাণী দাসের এক ছেলে এক মেয়ের মধ্যে স্বস্তি বড়।পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়া স্বস্তি এবছর বঙ্গবন্ধুর ভাষণের ওপর অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালনায় দেশের সব উপজেলার শিক্ষার্থীদের ভার্চুয়ালি অংশগ্রহণে ‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। যেখানে নিজেকে প্রমাণ করে দিরাইয়ের মেয়ে স্বস্তি।

এদিকে, তার এই সাফল্যে পরিবারসহ উপজেলাবাসী উচ্ছ্বসিত। এ ছাড়াও, মেধাবী এই শিক্ষার্থী স্থানীয় পর্যায়ে দু্ইবার প্রথম স্থান এবং জেলা পর্যায়ে একবার প্রথম স্থান অর্জন করে। ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ১৮ মিনিটের পুরো ভাষণটিই হুবহু বলতে পারে ছোট্ট স্বস্তি। একইসঙ্গে ভাষণ দেওয়ার সময় তার সুস্পষ্ট শব্দচয়ন ও হাত নাড়িয়ে অঙ্গভঙ্গী একদম বঙ্গবন্ধুর মতো করতে পারে। যেটা বরাবরই দর্শকদের মুগ্ধ করে। ভাষণের পাশাপাশি ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গান গাওয়া, নৃত্য করাসহ সৃজনশীল অন্যান্য কাজেও সমানভাবে পারদর্শী দিরাইয়ের এই মেধাবী শিক্ষার্থী।

মেয়ের এই সাফল্যে বাবা হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শুভ্র কান্তি দাস বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি মেয়েটা খুবই দুর্বল। তাকে নিয়ে অসম্ভব রকমের আগ্রহ দেখায়৷ সবসময়ই বঙ্গবন্ধুকে নিয়ে জানতে চায়। মেয়ের এই আগ্রহে তাকে বরাবরই সহযোগিতা করি। পরম করুণাময়ের কৃপা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই সাফল্য এসেছে। মেয়ের জন্য সবার দোয়া আশীর্বাদ কামনা করছি।’

স্বস্তি বলে, ‘বঙ্গবন্ধুর জীবনের গল্পগুলো শুনতে খুবই ভালো লাগে। তাকে নিয়ে টিভিতে যে অনুষ্ঠানগুলো হয় এগুলো আমি মন দিয়ে দেখি। এ ছাড়াও, অসমাপ্ত আত্মজীবনী ও ছোটদের বঙ্গবন্ধু এই দুইটা বই পড়ে উনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে গেছে।’

নিজের ইচ্ছের কথা জানতে চাইলে মেধাবী এই শিক্ষার্থী বলে, ‘ক্লাসের বই ছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ের বই আমি পড়ি। বড় হয়ে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা করতে চাই। বিশেষ করে তার এই ভাষণটি নিয়ে নতুনভাবে কিছু কাজ করার ইচ্ছে আছে। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ছবি ও প্রামাণ্য চিত্র তৈরি হচ্ছে, এসবের কোনো একটায় যদি শিশু শিল্পী হিসেবে অভিনয় করার সুযোগ হতো, তবে খুবই ভালো লাগতো।’

ইত্তেফাক/মাহি