সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স রোগী সন্দেহে এক নারী আইসোলেশনে 

আপডেট : ১০ জুন ২০২২, ১৪:১৭

চুয়াডাঙ্গায় নুরজাহান খাতুন (৬০) নামে একজন নারীকে মাঙ্কিপক্স রোগী সন্দেহে  আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। 

শুক্রবার (১০ জুন) সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনের তিনতলার একটি কক্ষে রাখা হয়।তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভাণ্ডারদহ গ্রামে। 

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এসএম ফাতেহ আকরাম বলেন, ‘বৃহস্পতিবার (৯ জুন) শরীরে ফোসকা, সর্দি-জ্বর ও ব্যথা নিয়ে বানু খাতুন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। বহির্বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে হোম আইসোলেশনে পাঠান।’ 

চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, ‘ফোসকাগুলো মাঙ্কিপক্স কিনা তা জানতে শনিবার মেডিক্যাল বোর্ড বসিয়ে রোগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।’

ইত্তেফাক/মাহি