শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা ছাত্রলীগের, শুভেচ্ছা ছাত্রদলের

আপডেট : ১০ জুন ২০২২, ১৪:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়া দিতে ডেস্ক বসিয়েছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে, পরীক্ষার পরে ফুল ও কলম দিয়ে ক্যাম্পাসে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল৷ 

শুক্রবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে এমন দৃশ্য দেখা যায়। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থী সহায়তা কেন্দ্র বসানো হয়েছে। অন্তত ২১টি শিক্ষার্থী সহায়তা কেন্দ্র ছিল ছাত্রলীগের। এসব কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে কলাভবন, হাকিম চত্বর, মধুর ক্যান্টিন, মোকাররম ভবন, বঙ্গমাতা হল, ক্যাম্পাস শ্যাডো, কার্জন হল, বিজনেস ফ্যাকাল্টি ভবন প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানে এ টেবিল বসানো হয়। 

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্রগুলো ছাড়াও শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী মোড়ে বাইক নিয়ে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সহায়তা চাওয়া যেকোনো পরীক্ষার্থীকে বাইকে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থেীদের বিভিন্ন পয়েন্টে স্থায়ী ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছি আমরা। শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চলমান আছে আমাদের। কোন শিক্ষার্থী কেন্দ্র হারিয়ে ফেললে কিংবা বিড়ম্বনায় পড়লে এ সার্ভিসের মাধ্যমে আমরা সহায়তা দিচ্ছি। ছাত্রলীগের শতাধিক নিবেদিত প্রাণ নেতা-কর্মী সক্রিয় থাকবে।’ 

সনজিত চন্দ্র দাস আরও বলেন, ‘‘অভিভাবক ছাউনি’র মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করেছি আমরা। এ ছাড়া, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিকনির্দেশা চিহ্ন‍ ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে ছাত্রলীগের পক্ষ থেকে।’

এদিকে, ছাত্রলীগের প্রতিরোধের মুখে ভর্তি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে ক্যাম্পাস ছাড়া হলেও এখন পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের পরীক্ষার দিন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের পরীক্ষার দিন কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় ছাত্রদল। 

আজ বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের পরীক্ষার দিন কলা ভবনের সামনে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷বেলা ১২টায় কলা ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হতে শুরু করলে ছাত্রদল নেতা-কর্মীরা কলম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আক্তার হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঐতিহ্য হচ্ছে প্রতিবছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল এবং কলম দিয়ে ক্যাম্পাসে অভ্যর্থনা জানানো, তাদের তথ্য দিয়ে, পরিবহন দিয়ে, সুপেয় পানি দিয়ে এবং মেডিক্যাল সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আসার আহ্বান করে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করি।’ 

আক্তার হোসেন আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করি ছাত্রলীগ তাদের সংহিতার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচিতে ফিরে এসে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। যেন আমরা ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

ইত্তেফাক/মাহি