শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রূপপুর পারমাণবিকে রাশিয়ান নাগরিকের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২২, ০৫:১৯

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিফটের সামনে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত রাশিয়ানের নাম ইভানভ এ্যান্টন (৩৩)। তিনি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান রোশেম কোম্পানীতে ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন। ইভানভ প্রকল্পের গ্রীণসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬ নং ফ্লাটে থাকতেন। 

ঈশ্বরদী থানার অফিার ইনচার্জ অরবিন্দ সরকার স্থানীয় ও চিকিৎসকের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে ইভানভ নীচের রেঁস্তোরা থেকে খাবার কিনে রূমে ফেরার সময় লিফট হতে নেমে পড়ে যান। এসময় সে কয়েকবার বমিও করে। ঘটনা সম্পর্কে সংবাদ পেয়ে ডাক্তার এসে মৃত ঘোষণা করেন এবং মরদেহ পুলিশে হস্তান্তর করা হয়। রোশেমের ডাক্তার মৃত্যুর ঘটনাকে সার্টেন হার্ট এ্যাটাক বলেছেন ওসি জানান।

ইভনভের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।

ইত্তেফাক/ ইআ