বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইপিএলের সম্প্রচার স্বত্ব ৪৩ হাজার ৫০ কোটি রুপিতে বিক্রি

আপডেট : ১৩ জুন ২০২২, ১৫:১৮

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এটির গ্রহণযোগ্যতা দিনকে দিন বিশ্বব্যাপী বেড়েই চলেছে। তাইতো এবার আইপিএলের মিডিয়া বা সম্প্রচার স্বত্ব (টিভি এবং ডিজিটাল) বিক্রির নিলাম ঘটা করে আয়োজন করেছে বিসিসিআই।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে মিডিয়া স্বত্ব বিক্রি হয়ে গেছে। আগামী ২০২৩-২০২৭ মৌসুমের জন্য আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে ৪৩ হাজার কোটি ভারতীয় রুপিরও বেশি। যা সংখ্যায় ৪৩০৫০ কোটি রুপি। ফলে এখন প্রতিটি ম্যাচের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটিরও বেশি। যা ভারতের ক্রীড়াজগতে কখনো কেউ শোনেনি।

মোট চারটি প্যাকেজে নিলাম ডাকা হয়েছে।  প্যাকেজ ‘এ’-তে ভারতীয় উপমহাদেশের টেলিভিশন স্বত্ব, প্যাকেজ ‘বি’-তে ডিজিটাল (স্ট্রিমিং) স্বত্ব, প্যাকেজ ‘সি’-তে গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি সংযোজন এবং প্যাকেজ ‘ডি’-তে উপমহাদেশের বাইরের স্বত্ব। প্যাকেজ ‌‘এ’ এবং প্যাকেজ ‘বি’ আলাদা দুটি প্রতিষ্ঠান কিনেছে। ধারণা করা হচ্ছে প্যাকেজ ‌‘এ’ এর বিজয়ী প্যাকেজ ‘বি’ও কিনে নিতে পারে।

ইত্তেফাক/টিএ