দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট পতন হয়। আজ সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৭৯ টি কোম্পানির শেয়ার লেনদেন এর মধ্যে দর বেড়েছে ৮৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২৫৩ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ডিএসইতে মোট ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪০ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৬৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৮৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।