শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্সেলোর বিদায়ে সাবেক সতীর্থ রোনালদো-রামোসের আবেগি বার্তা

আপডেট : ১৪ জুন ২০২২, ১২:৩০

রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মার্সেলো। ২০০৬ সালে ক্লাবটিতে আসেন তিনি, তখন বয়স ছিল ১৭। সোমবার (১৩ জুন) বিদায় বলার সময় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বয়স ৩৮। দীর্ঘ এই সময়ে ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি শিরোপা জিতেছেন মার্সেলো। সতীর্থ হিসেবে পেয়েছেন অসংখ্য কিংবদন্তিকে।

এর মধ্যে দীর্ঘ সময় এক সঙ্গে খেলার সুবাধে ক্রিশ্চিয়ানো রোনালদো, সার্হিও রামোস, করিম বেনজেমা, লুকা মদরিচদের সঙ্গে মার্সেলোর বন্ধুত্ব দৃঢ়। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে যান রোনালদো। আর রামোস পিএসজিতে পাড়ি জমান ২০২১ সালে। ক্লাব ছেড়ে গেলেও মার্সেলোর সঙ্গে তাদের বন্ধুত্ব বিন্দু পরিমাণও কমেনি। সেটিই যেন প্রকাশ পেয়েছে রোনালদো ও রামোসের সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

ক্রিশ্চিয়ানো রোনালদো তার পোস্টে মার্সেলোকে ‘ভাই’ বলে সম্মোধন করেছেন। বলেন, ‘সতীর্থ থেকেও বেশি কিছু, ফুটবল আমাকে একজন ভাই দিয়েছে। মাঠ এবং মাঠের বাইরে, অন্যতম সেরা একজন তারকার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সৌভাগ্য হয়েছে আমার। নতুন এই রোমাঞ্চে সবকিছু নিয়ে যাওয়া মার্সেলো।’

রামোস লিখেছেন, ‘ভাই, আজ তুমি বিদায় বলেছো, তবে তোমার রেখে যাওয়া সবকিছু চিরস্থায়ী। অসম্ভবকে সম্ভব করার জন্য অভিনন্দন। একটি বড় চুমু!’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sergio Ramos (@sergioramos)

ইত্তেফাক/টিএ