শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাবেক ক্রিকেটারদের পেনশন শতভাগ বাড়ালো ভারত

আপডেট : ১৪ জুন ২০২২, ১৫:০৩

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতও গত প্রায় তিন দশক ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছে। আর সেটা সম্ভব হয়েছে ক্রিকেটারদের কল্যাণেই। তাইতো কৃতজ্ঞতা স্বরুপ সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন ভাতা দিয়ে আসছে বিসিসিআই। এবার সেই ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার (১৩ জুন) প্রায় ৪৪ হাজার কোটি রুপিতে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করেছে বিসিসিআই। যা উপমহাদেশে এতদিন কেউ কল্পনাও করতে পারেনি। কাড়ি কাড়ি অর্থ আয়ের এমন দিনে পেনশন ভাতা বাড়ানোর এই ঘোষণা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

এতদিন পেনশনের ক্যাটাগরি ১৫ হাজার, ২২ হাজার ৫০০, ৩০ হাজার, ৩৭ হাজার ৫০০ ও ৫০ হাজার। সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে এই বেতন কাঠামো হবে ৩০ হাজার, ৪৫ হাজার, ৫২ হাজার ৫০০, ৬০ হাজার এবং ৭০ হাজার। অর্থাৎ সর্বনিম্ন দুই ক্যাটাগরির বেতন শতভাগ বেড়েছে।

এই প্রকল্পে প্রায় ৯০০ জন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার সুবিধা পাবেন। আর শতভাগ পেনশন বেড়েছে ৭৫ শতাংশের।

ইত্তেফাক/টিএ