বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু 

আপডেট : ১৪ জুন ২০২২, ১৯:৪৫

আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৪ জুন) মহাখালীর আইসিডিডিআর,বিতে এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কলেরার টিকা খুবই কার্যকর। যেসব জায়গায় কলেরার টিকা দেওয়া হয়েছিল সেখানে এর প্রকোপ খুব একটা দেখা দেয়নি। এমনকি রোহিঙ্গাদেরও এ টিকা দেওয়া হয়েছে। সেখানেও একই ফল পাওয়া গেছে।

 

 

তিনি জানান, অন্তঃসত্ত্বা ব্যতীত ১ বছরের বেশি সব বয়সের মানুষকে এই টিকা দেওয়া হবে। ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দিবে সরকার। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে। পরবর্তীতে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।  

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মো. খুরশীদ আলম জানান, রাজধানীর দক্ষিণখান থেকে টিকা কার্যক্রম শুরু হবে। টিকাকেন্দ্রে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। যারা আসবে তাদেরকেই দেওয়া হবে। টিকা দেওয়ার পর প্রত্যেকেই টিকা কার্ড পাবে।

ইত্তেফাক/ইউবি