শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদনের ফল বুধবার

আপডেট : ১৪ জুন ২০২২, ১৮:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১৫ জুন) বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা রাবির ভর্তির প্রাথমিক আবেদনের ফল জানতে পারবেন।

শিক্ষার্থীরা নিজ আইডি নম্বর দিয়ে রাবির ভর্তির ওয়েবসাইটে লগইন করার মাধ্যমে ফল জানতে পারবেন। আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৯৮ হাজার প্রাথমিক আবেদন পড়েছে।

জিপিএ’র ভিত্তিতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ের আবেদন আগামীকাল ১৫ জুন শুরু হবে। যা ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। এ বছর চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এছাড়া রাবির ভর্তি পরীক্ষা ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ মোট তিন ইউনিটের প্রতিটিতে ৭২ হাজার করে ভর্তিচ্ছু পরীক্ষা অংশ নিতে পারবেন।

ইত্তেফাক/জেডএইচডি