শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুষ্টিয়ায় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ১৫ জুন ২০২২, ০৫:০০

কুষ্টিয়ায় জালাল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকার মৃত মুনতাজ মণ্ডলের ছেলে সাহাবুল ইসলাম এবং তার স্ত্রী মারিয়া আহমেদ, রায় ঘোষণার সময় আসামি সাহাবুল আদালতে উপস্থিত থাকলেও মারিয়া পলাতক রয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি সকালে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মধ্যপাড়ার জালাল উদ্দিনের বাড়িতে আসামি সাহাবুল ইসলাম ও তার স্ত্রী মারিয়া আহমেদের প্রত্যক্ষ সহযোগিতায় চুরি করতে ব্যর্থ হওয়ায় এবং জালাল দেখে ফেলায় তাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় একই দিন জালালের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমএএম