শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমি এই ফাঁদে পা দেব না: ইলিয়াস কাঞ্চন

আপডেট : ১৫ জুন ২০২২, ১৬:৫৯

জায়েদ খান-ওমর সানী ইস্যুতে প্রশ্নবাণে জর্জরিত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। রাজধানীর মালিবাগের একটি হোটেলে ‘তালাশ’ চলচ্চিত্রের সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা চলমান এই ইস্যু নিয়ে প্রশ্ন করলে এই অভিনেতা এড়িয়ে যান। বলেন, ‘আমি এই ফাঁদে পা দেব না।’

তবে সরাসরি না বললেও জায়েদ, ওমর সানী বা চলচ্চিত্রসংশ্লিষ্ট যারা বিতর্কে জড়িয়েছেন তাদের অনুরোধ জানিয়েছেন রাগ, গোসসা দূর করার জন্য।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি ওই ব্যাপারটিকে ফোকাসে আনতে চাচ্ছি না। আপনারা দেখেছেন, সব সময় আমি পজিটিভ কথা বলি। আমাকে যখনই একটি সিনেমার প্রমোশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, শত ব্যস্ততার মধ্যেও আমি যাচ্ছি এবং আপনারা দেখেননি যে ওই একটা ছবির সঙ্গেও আমি যুক্ত আছি। আমি ছবিগুলো পেট্রোনাইজ করছি কিন্তু। আমি চলচ্চিত্রের উন্নয়নের জন্য কথা বলছি। আমি কোনো একটা বিষয় নিয়ে চলচ্চিত্রকে অন্যদিকে ফোকাস নিতে চাই না।’

ইলিয়াস কাঞ্চনের কথায়, আমি মনে করি, আমাকে দেখে শিখুক মানুষ, ‘ওইভাবেই পজিটিভলি চলুক। সেভাবে চলচ্চিত্রকে ভালোবাসুক। চলচ্চিত্রকে যখন ভালোবাসবে তখন ব্যক্তিগত রাগ গোসসা, এগুলো দমন করারও চেষ্টা করবে। আমার কি রাগ নাই, আমার কি গোসসা নাই? আমি তো কাউকে হার্ট করছি না। আমি কারো সম্পর্কে বাজে কথা বলছি না। কেন বলছি না? কারণ আমি শিল্পী সমিতিকে নেতৃত্ব দিচ্ছি। আমি যদি একটা বাজে কাজ করি, তাহলে সেটি যেভাবে প্রচারিত হবে, তা চলচ্চিত্রের জন্য ক্ষতি হবে। ’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার চলচ্চিত্রের মানুষগুলোর প্রতি অনুরোধ, আপনারা এমন কিছু করবেন না, কারণ আমি প্রশ্নবাণে জর্জরিত হচ্ছি। আপনারা এমন কিছু করবেন না, যেটা আমার মতো চলচ্চিত্রের মানুষ, আমার সিনিয়ররা, যারা এখানে কাজ করেছেন; আজকে নাই, এখান থেকে চলে গেছেন এবং যে সিনিয়ররা আছেন, তাদেরকে যেন মানুষ প্রশ্ন না করে, বোধ হয় এই মানুষগুলো  ওই রকম। এটাই আমার অইনুরোধ। কথাবার্তা, চলাফেরায়, আচার-আচরণে আপনারা সংযত হবেন। ’

গত শুক্রবার খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছেন। যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি।  

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন