দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর ৯০ বছর বয়সী চানাচুর বিক্রেতা নজরুল ইসলাম পেলেন আর্থিক সহায়তা ও পাবেন পাকা ঘর। নগদ অর্থ ও পাকা ঘর পাওয়ার আশ্বাস পেয়ে স্বস্তি পেলেন তার স্ত্রী মজিরন বেগম।
এ দিকে চানাচুর বিক্রেতার নগদ অর্থ ও পাকা ঘর পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা।
নজরুল ও তার স্ত্রী মজিরন বেগম বলেন, কেউ আমাদের পাকা ঘর দেবে এটা কখনো ভাবিনি। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্যার আমাদের মতো গরীব অসহায় মানুষকে নগদ অর্থ ও পাকা ঘর দেবেন এটা খুবই মহত কাজ। মহান আল্লাহ যেন গুণী মানুষটিকে সবসময় ভালো রাখেন। আমরা যতদিন বেঁচে থাকবো, তত দিন এই গুণী মানুষটির জন্য দোয়া করবো।
গত ১২ জুন ইত্তেফাক অনলাইনে ‘৯০ বছর বয়সেও চানাচুর বিক্রি করে সংসার চালাচ্ছেন নজরুল ইসলাম’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হলে এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নজরে আসে। তখন তিনি ওই রিপোর্টি গুরুত্বসহকারে পড়েন। এরপর তিনি এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেনকে চানাচুর বিক্রেতার খোঁজ-খবর নিতে বলেন। গত মঙ্গলবার (১৪ জুন) বিকালে নজরুল ইসলামের বাড়িতে যান ব্যাংকের কর্মকর্তারা। বাস্তবে করুণ কাহিনীর সত্যতা পান।
এসময় উপস্থিত এক্সিম ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন নজরুল ইসলামকে নগদ অর্থ প্রদান করেন এবং তাকে একটি পাঁকা ঘর দেওয়ার আশ্বাস দেন।
নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা খলিশাকোঠাল গ্রামে। তিনি ওই এলাকার মৃত কাচু শেখের ছেলে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার। তার নেই কোনো আবাদি জমি। মাত্র ১০ শতক জমিতে জরাজীর্ণ একটি ঘরে স্ত্রীসহ অতিকষ্টে বসবাস করছেন। সেইসঙ্গে নব্বই বছর বয়সেও সংসারের ঘানি টানছেন। গ্রামের সবাই বিদ্যুৎসেবা পেয়ে থাকলেও অর্থের অভাবে বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত এই বৃদ্ধ। বছরের পর বছর কুপির আলো দিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন।
এ প্রসঙ্গে ব্যাংকের রংপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ও সিনিয়র অফিসার মমিনুল ইসলাম বুধবার (১৫ জুন) রাতে বলেন, আমাদের ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের ইত্তেফাকের প্রতিবেদনের সঙ্গে চানাচুর বিক্রেতা নজরুল ইসলামের বাস্তবে মিল পান। এজন্য তিনি চানাচুর বিক্রেতার বাড়িতে দ্রুত সময়ের মধ্যে একটি পাকা ঘর নির্মাণের জন্য বলেন। আশাকরি কয়েক দিনের মধ্যেই পাকা ঘর নির্মাণের শুভ উদ্ধোধন করা হবে।