শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী কাঞ্চন মালা

আপডেট : ১৬ জুন ২০২২, ১০:৩৬

কাঞ্চন মালার বয়স শত পার হয়েছে। ভালো মতন কানেও শোনেন না, চোখেও ঝাপসা দেখেন ওই নারী। স্পষ্ট করে কথাও বলতে পারেন না তিনি। তবু সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছে তার। তাই নাতির কোলে চড়ে এসেছিলেন বুধবার (১৫ জুন) বিকেল পৌনে চারটার দিকে ভোটকেন্দ্রে।

উপজেলার ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেন কাঞ্চন মালা।

জানা গেছে, কাঞ্চন মালার স্বামী হবিবর রহমান মারা গেছেন কয়েক বছর আগে। তিনি ৪ পুত্র ও ৪ কন্যা সন্তানের জননী। ওই ইউনিয়নের ইছাদিঘী পশ্চিমপাড়া গ্রামে তার বাড়ি।

কাঞ্চন মালাকে নিয়ে আসা নাতি আবদুল হাই বলেন, ‘‘দাদি বলছে- ‘আমি এবার ভোট দিমু, আর বাঁচমু কি না, আমারে ভোট কেন্দ্রে নিয়ে যাও।’ তাই দাদিকে ভ্যানে করে নিয়ে এসেছি।’’ 

উপজেলা নিবার্হী অফিসার ফারজানা আলম বলেন, ‘উপজেলার দুটি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’

ইত্তেফাক/এসজেড