শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চাটমোহরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ১৬ জুন ২০২২, ১৭:৩৯

পাবনার চাটমোহরে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে। 

বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঁঠালবাড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক ওই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে নাসির হোসেন (১৮)। ধর্ষণের শিকার শিশুটি পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। থানায় মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

ইত্তেফাক/এমএএম