মিরপুরে চিড়িয়াখানা এলাকায় অভিযান চালয়ে তিন রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৭ জুন) অভিযান পরিচালনা করেন- ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান এবং সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
এ সময় নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বোতলজাত পানি, বিভিন্ন ব্র্যান্ডের ড্রিংস বিক্রি করা, রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা ইত্যাদি অপরাধে মা বাবার দোয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, আল্লাহর দান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মোমিন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান তদারকি কাজে শাহ আলী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।