বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেত্রকোনার মোহনগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট : ১৭ জুন ২০২২, ২২:১৪

নেত্রকোনার মোহনগঞ্জে পৌরসভাসহ ৭টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গ্রামীণ ও শহরের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন হাজার হাজার মানুষ।

শুক্রবার (১৭ জুন) উপজেলার বহু এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়।

বন্যা থেকে বাঁচতে কেউ গবাদি পশু অন্যত্র সরিয়ে নিচ্ছে। অনেকে নিজেদের নিচু বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে। দুঃস্থরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  ছাব্বির আহমেদ আকুঞ্জি জানান, এ পর্যন্ত ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতোমধ্যেই ৩ শ পরিবারের দেড়হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।

ইত্তেফাক/এসটিএম