শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্যায় বিপর্যস্ত মোহনগঞ্জ

আপডেট : ১৮ জুন ২০২২, ২২:২৫

নেত্রকোনার মোহনগঞ্জে পৌরসভাসহ সাতটি ইউনিয়নে বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারন করছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে  হু হু করে বাড়ছে পানি।

হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্তায় রয়েছে। এ পর্যন্ত ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ সব কেন্দ্রে পাঁচ  হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) ছাব্বির আহমেদ আকুঞ্জি জানান, পাচঁ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল, শুকনা খাবার, পানি বিশুদ্ধ করণ টেবলেট, মোমবাতি প্রদান করা হচ্ছে।

মোহনগঞ্জ পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন জানান, বিদ্যুৎ না থাকায় পৌরসভা থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

ইত্তেফাক/ইউবি