শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেন্দুয়ায় ১৫ গ্রাম প্লাবিত  

আপডেট : ১৮ জুন ২০২২, ২৩:৪৪

উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির ফলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ৩টি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পানিতে প্লাবিত হওয়ায় বড়তলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোজাফরপুর ইউনিয়নের মামুদপুর, তেলিপাড়া, হারুলিয়া, চারিতলা, নয়াপাড়া, চৌকিধরা, মুহুরীয়া, বড়তলা, মোজাফরপুর ও দক্ষিণ গগডা গ্রামের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর, বিষ্ণুপুর ও তাম্বুলিপাড়া গ্রাম এবং নওপাড়া ইউনিয়নের কাউরাট ও কাঞ্চননগর গ্রাম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জানান, ক্ষতিগ্রস্ত গ্রাম ও পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে।   

ইত্তেফাক/ ইআ