বেশ কয়েক দিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে যে যার মতো একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। ব্যতিক্রম নন লঙ্কানদের ১৯৯৬ বিশ্বকাপ জেতা ক্রিকেটার রোশান মহানামাও। বিপর্যস্ত মানুষদের সাহায্যে রাস্তায় চা-রুটি বিলাচ্ছেন আইসিসির বর্তমান ম্যাচ রেফারি।
অসহায়দের চা-রুটি বিতরণের সেই ছবি টুইটারে পোস্ট করে মহানামা লেখেন, ‘কলম্বোর দুটো এলাকা ওয়ার্ড প্লেস এবং উইজেমারা মাওয়াথায় সাধারণ মানুষের মধ্যে আমরা সামান্য কিছু খাবার বিতরণ করছি। বিকালে চা আর বান রুটি দেওয়া হচ্ছে। প্রতিদিনই পেট্রোল পাম্পে মানুষের লাইন আগের দিনের থেকে লম্বা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ আসছেন খাবার সংগ্রহ করতে।’
১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিদেশ থেকে খাবার, ওষুধ ও জ্বালানি কোনো কিছুই আমদানি করতে পারছে না। জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। তাই এমন সংকটে মহানামাদের এগিয়ে আশা ছাড়া কিছুই করার ছিল না।