রাজধানীতে ‘জাতীয় ফল মেলা ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর ফল মেলার প্রতিপাদ্য ছিল ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে এই মেলা আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির বাহারি ফলের সমাহার দেখা যায়। মেলা ঘুরে ছবিগুলো তুলেছেন ইত্তেফাক অনলাইনের মাল্টিমিডিয়া রিপোর্টার মিনহাজ চৌধুরী।