শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গার মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২২, ১২:২৪

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় টমটমের (ইজিবাইক) দুই রোহিঙ্গা যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে আরও ৪ জন। 

সোমবার (২০ জুন) সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহতরা হলো, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে আসা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০) গাড়িটি উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা একটি টমটম গাড়িকে চাপা দিলে টমটমের ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছে আরও ৪ জন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত দুই জনের পরিচয় জানা গেলেও আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের চাপায় টমটমের ২ যাত্রীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। লাশগুলো উদ্ধার করা হয়েছে। গাড়ি দুইটি হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এমএএম