বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মুহিত  

আপডেট : ২০ জুন ২০২২, ১৭:০৬

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে পেশাদার কূটনীতিক আবদুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবদুল মুহিত রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন। আর ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন শুরু করবেন।  

কূটনীতিক মুহিত বিসিএস ১১তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। বর্তমানে তিনি ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের দায়িত্ব ছাড়াও ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করছেন।

পেশাদার এ কূটনীতিক ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

ইত্তেফাক/ইউবি