সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিলেটে ত্রাণ বিতরণ করলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি

আপডেট : ২১ জুন ২০২২, ০০:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সন্জিত চন্দ্র দাসের নেতৃত্বে দুদিনে দু’হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগের দুর্যোগকালীন সহযোগিতা টিম। সোমবার (২০জুন) সিলেটের বিশ্বনাথপুর উপজেলায় একহাজার পরিবার ও সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস জানান, যতদিন প্রত্যেকটি মানুষ স্বাভাবিক জীবনে না ফিরবে, ততদিন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঘরে ফিরবে না। প্রথম দিনে একহাজার ও দ্বিতীয় দিনে আরও একহাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 

ত্রাণ সামগ্রী বিতরণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সন্জিত চন্দ্র দাস। ছবি: ইত্তেফাক

ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার মাম পানি, দুটি কেক, খাবার স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট। প্যাকেট কার্যক্রমে সহযোগিতা করতে ঢাকায় ছুটে গেছেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার।
ত্রাণ বিতরণ কার্যক্রমে রয়েছে ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান, ঢাবি ফজলুল হক শাখার সভাপতি আনোয়ার হোসেন নাঈমসহ প্রায় ৩০জন।

ইত্তেফাক/ইআ