নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন-নারায়ণপুর গ্রামের জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০)। তারা দুইজনই কৃষক। আহত কৃষকের নাম তহিদুল ইসলাম (৭০)। তিনি নারায়ণপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। একইসঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় তারা তিনজন ধান রোপণের কাজ রেখে নিরাপদ আশ্রয়ের জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।