বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর
মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের আফজালের ছেলে শফিকুল ইসলাম (১৭) ও একই গ্রামের ইমন মিয়া (১৬)।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা): দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার মোড়ে মঙ্গলবার সকালে মাটি ভর্তি ট্রাক্টর চাপায় এক ওষুধ কোম্পানির ফিল্ড অফিসারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মিনাল হোসেন (৪০)। দামুড়হুদায় মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
দুর্গাপুর (নেত্রকোনা): দুর্গাপুরে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাইরুল ইসলাম (২১) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। খাইরুল উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল কালামের ছেলে। দুর্গাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।