বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পদ্মা সেতু উদ্বোধনের দিন বুয়েটের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত

আপডেট : ২৩ জুন ২০২২, ১৮:৩৩

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের দিনে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুন) বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বুয়েটের বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে, আগামী ২৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।’  

 

 

 

ইত্তেফাক/ইউবি