শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আপডেট : ২৩ জুন ২০২২, ২০:৪৯

হবিগঞ্জ  জেলার সার্বিক  বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।  

সরকারি হিসেবে জেলার ৭ উপজেলার ৫১টি ইউনিয়নের ২৩ হাজার ৪৩৫ জন পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজার ৩২৯জন।

এ পর্যন্ত ২২৫ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২৫৩টি আশ্রয় কেন্দ্রে ২০ হাজার ৪৬৫ জন আশ্রয় নিয়েছে।

আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি জানান, যে ত্রাণ পাওয়া গেছে তা আশ্রয়কেন্দ্রে বিতরণ হয়েছে। বৃহস্পতিবার কামালপুর ও রাহেলা গ্রামে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।   

ইত্তেফাক/ইউবি