শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্পিন বোল্ডক, চমন ক্রসিংয়ে আফগান যাত্রীরা বিপাকে পড়েছেন

আপডেট : ২৪ জুন ২০২২, ১৫:১৫

আফগানিস্তানের ডুরান্ড লাইন বরাবর স্পিন বোল্ডাক এবং চমন ক্রসিং বরাবর আফগান যাত্রীরা বলেছেন যে, তারা অতিক্রম করার সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।

টোলো নিউজকে তারা জানায়, ডুরান্ড লাইনের কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা, চমনে বসবাসকারী লোকেরা কান্দাহার থেকে ইস্যু করা বা পাকিস্তানি আইডি কার্ড দিয়ে ক্রসিং পার হতে পারে। অন্যান্য আফগানি বৈধ কাগজ থাকার পরও দিনের পর দিন অপেক্ষা করতে হয়।

গজনির বাসিন্দা বিসমিল্লাহ বলেন, আমি একাধিকবার এই ক্রসিং দিয়ে পাকিস্তান প্রবেশের চেষ্টা করেছি। কিন্তু সফল হইনি। আমাদের অনুমতি দেওয়া হয়নি, আমাদের বলা হয়েছিল যে ক্রসিং এ যাওয়ার জন্য আমাদের একটি পাসপোর্ট বা ভিসা থাকতে হবে।

উরুজগানের বাসিন্দা আব্দুল রহমান শাহ বলেন, গতকাল তিনবার ক্রসিং পার হওয়ার চেষ্টা করলাম। তারা আমাকে ফিয়ে দিলো। আমাদের সঙ্গে নারীও ছিল। তারা আমাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। আমরা আইডি কার্ড দেখালে তা ছুঁড়ে ফেলে দেয়।

ইত্তেফাক/টিআর