শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ২৪ জুন ২০২২, ২০:৫২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (২৪ জুন) এক চিঠিতে তিনি পদ্মা সেতুর কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান তিনি।

চিঠিতে তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী মাইলফলক। এটি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পেরও প্রমাণ।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

পদ্মা সেতু্। ছবি: আব্দুল গনি

উল্লেখ্য, আগামীকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সেতুর মাওয়া প্রান্তে প্রথমে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর টোল দিয়ে সেতুতে উঠে সেখানে থাকা উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরে গাড়িতে করে সেতু পার হয়ে জাজিরায় আরেকটি ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় অংশ নেবেন তিনি।

ইত্তেফাক/এএএম