বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মায় ৫০ নৌকা

আপডেট : ২৫ জুন ২০২২, ১০:০৪

বিভিন্ন রঙের বেলুন ও জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে নৌকাগুলো। শনিবার (২৫ জুন) সকাল থেকেই নৌকাগুলো পদ্মা সেতুর নিচে ভাসতে থাকবে। তবে নৌকাগুলোতে মাঝি ছাড়া আর কেউ থাকবে না। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পদ্মাপাড়ের জেলেদের নিয়ে এমন আয়োজন করেছে শিবচর পৌরসভা কর্তৃপক্ষ।
 
নৌকাগুলো প্রস্তুত করে মাদারীপুরের কাঁঠালবাড়ী চরচান্দা এলাকার পদ্মা নদীর পাড়ে রাখা হয়েছে। দৃষ্টিনন্দন নৌকাগুলো দেখতে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

দেখা যায়, ৫০টি নৌকা সারিবদ্ধভাবে পদ্মার পাড়ে বেঁধে রাখা হয়েছে। নৌকাগুলোতে লাল-সবুজ পতাকার সঙ্গে ছইয়ের ওপরে দেওয়া হয়েছে লাল-সবুজ বেলুন। নৌকাগুলোর মাস্তুলে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পিতা ইলিয়াস আহম্মেদ চৌধুরী এবং নূর-ই-আলম চৌধুরীর ছবি।

ইত্তেফাক/কেকে