শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মুক্তিযুদ্ধ না দেখলেও আমরা পদ্মা সেতু দেখেছি: শাওন

আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:৩৭

সন্নিকটে সেই মাহেন্দ্রক্ষণ। শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধনে ক্ষণিকের অপেক্ষা। শনিবার সকাল ১০টা ৫ মিনিটে পদ্মা সেতুর থিম সং পরিবেশনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগেই উদ্বোধনস্থলে উপস্থিত হয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন সংসদ সদস্য, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা।

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। এ অভিনেত্রী বলেছেন, মুক্তিযুদ্ধ না দেখলেও আমরা পদ্মা সেতু দেখেছি।

শনিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী-সমাবেশস্থলে পৌঁছে এসব কথা বলেন তিনি।

শাওন বলেন, মুক্তিযুদ্ধ না দেখলেও আমরা পদ্মা সেতু দেখছি, অসাধারণ একটি অনুভূতি। বাঙালি জাতি হচ্ছে হার না মেনে নেওয়ার জাতি। যেভাবেই হোক আমরা আদায় করে নিতে পারি। প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। জাতিগতভাবে আমাদের মনোবল যে দৃঢ় তা আরও একবার প্রমাণিত হলো এ পদ্মা সেতু মাধ্যমে।

 

 

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন