শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম: ফেরদৌস

আপডেট : ২৫ জুন ২০২২, ১৬:০৬

দেশের মানুষের সবচেয়ে বড় স্বপ্ন ছিল পদ্মার বুকে একটি সেতু। এবার সেই স্বপ্ন পূরণ হলো। আজ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানস্থলে থেকে লেখক আনিসুল হক ফেসবুক লাইভ করেন। সেখানে নিজের অনুভূতি জানিয়ে এ মন্তব্য করেছেন ফেরদৌস।

আহমেদ বলেন, ‘জীবনের একটা শেষ্ঠ দিন আজ। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম।’

এ অভিনেতার কথায়, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন দেখতে আমাদের সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত সিদ্ধান্ত এবং একাগ্রতায় পদ্মা সেতু আজ চালু হচ্ছে এবং সেটির ওপেনিংয়ে আমরা আসতে পেরেছি। আমাদের জীবনের একটা শেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম। ’

ফেরদৌস ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরো আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, গীতিকার কবির বকুল, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার ও আফসানা মিমিসহ শোবিজের অনেক তারকা।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন