ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাজবাড়ির পাশে পুরাতন ইউপি অফিস সংলগ্ন কুলিক নদী থেকে রবিবার (২৬ জুন) বিকেল ২টার দিকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি এস এম জাহিদ ইকবাল।
জানা গেছে, আজ দুপুরে স্থানীয় জেলে রানা ও তার সহযোগী কুলিক নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তারা নদীতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে। তাৎক্ষণিক তারা খবরটি আশপাশের লোকজনকে জানায়। লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় স্থানীয় সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলীর উপস্থিতিতে মরদেহটি নদীর পাড়ে তুলে পুলিশকে খবর দেয়। পুলিশের এএসপি( সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবালসহ পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেন ও মরদেহ তাদের হেফাজতে নেন। এখন পর্যন্ত মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে থানার ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।