ক্যারিয়ারের শুরুর দিকে খালেদ আহমেদ হয়ে উঠেছিলেন বিরক্তির কারণ। একের পর এক ম্যাচ খেলেই যান, কিন্তু কোনো উইকেটের দেখা পান না। অনেকে প্রশ্ন তুলেছিলেন, কেন তাকে দলে নেওয়া হয়? তবে সিলেটের এই পেসারের ওপর থেকে আস্থা হারায়টি টিম ম্যানেজমেন্ট। সেটিরই এখন প্রতিদান দিচ্ছেন খালেদ।
নিজের ঝলক প্রথম দেখান দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে। এক ইনিংসে চার উইকেট শিকারসহ দুই ম্যাচে নেন ৮টি উইকেট। যা উভয় দলের পেসারদের মধ্যে সর্বোচ্চ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট খুব বেশি না পেলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেও আগুন ঝড়াচ্ছে খালেদ আহমেদের বল। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টেই তুলে নিলেন ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লিড পেয়েছে ১৭৪ রানের। ১০৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করে দলের সেরা বোলার খালেদ আহমেদ। মোট ৩১.৩ ওভার বল করেছেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করেন।
এই রিপোর্ট লেখার সময় আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।