২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন (২৬ জুন) সকাল ৬ টা থেকে উন্মুক্ত করা হয় যানবাহন চলাচল। তবে যানবাহন চলাচলের শুরুর প্রথম দিনই ঘটে বিপত্তি, মোটরসাইকেল দুর্ঘটনায় পদ্মা সেতুতে আহত হন ২ যুবক।
২৬ জুন (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবক হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।
বুধবার (২৯ জুন) রাতে গণমাধ্যম ও ফেসবুকে প্রচারিত এক ভিডিওতে ওই দুর্ঘটনার আসল কারণ জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, দুটি বাইক একটি সামনে আর একটি পেছনে চলছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পাওয়া যায়, ব্যস্ত রাস্তায় একটি গাড়ি পার্ক করে কিছু মানুষ ছবি তুলছেন। এরপর প্রথম বাইকটি ডানে মোড় নিয়ে কোনোরকম চলে গেলেও দ্বিতীয় বাইকটি ওই মানুষগুলোকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তারা দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়।
দুর্ঘটনার ভিডিও: