শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না : বরিস

আপডেট : ৩০ জুন ২০২২, ০৪:৩০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ যুদ্ধ আসলে পুরুষতন্ত্রের বিষাক্ত রূপেরই প্রকৃষ্ট উদাহরণ। মঙ্গলবার জার্মানির সংবাদমাধ্যমে পুতিনের বিরুদ্ধে এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসির

মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির টেলিভিশন চ্যানেল ডেজিএফে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধাভিযানের তীব্র নিন্দা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘পুতিন যদি নারী হতেন, নিশ্চিতভাবেই তিনি তা নন; কিন্তু যদি হতেন, তাহলে সত্যিই আমি মনে করি তিনি এই পাগলাটে পৌরুষপূর্ণ আগ্রাসি যুদ্ধ এবং সহিংসতায় এভাবে জড়াতেন না।’ 

তিনি আরো বলেন, ‘আপনারা যদি বিষাক্ত পৌরুষের কোনো যথাযথ উদাহরণ চান তাহলে ইউক্রেনে তিনি যা করছেন সেটাই তাই’। বরিস জনসন বলেন, পশ্চিমকে অবশ্যই ইউক্রেনের সামরিক কৌশলকে সমর্থন করতে হবে। এতে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট জেলেনস্কি সবচেয়ে ভালো অবস্থানে থাকার সুবিধা পাবেন বলে জানান তিনি।

ইত্তেফাক/ইআ