রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্যারিস মাতালেন নগরবাউল জেমস

আপডেট : ৩০ জুন ২০২২, ০৯:১৪

করোনার কারণে দীর্ঘদিন কোনো বিদেশট্যুরে অংশ নেননি নগরবাউল জেমস। তবে দীর্ঘ নিরবতা ভেঙে সম্প্রতি যেমন গানে ফিরেছেন। একইভাবে কনসার্টেও ফিরলেন এই রকস্টার। সম্প্রতি প্যারিস মাতিয়ে এলেন এই রকস্টার। নগরবাউল জেমস, শিরোনামহীন, মুজাসহ দেশি-বিদেশি অসংখ্য শিল্পীর কণ্ঠে বাংলা গানের এক অন্যরকম আসর বয়ে গেলো সাহিত্য-সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে।

ফ্রান্স-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০বছর পূর্তি ও পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, প্যারিসের সহযোগিতায় আড়ম্বড়পূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক অ্যাসোসিয়েশন অফিওরা।

রবিবার প্যারিসের উপকণ্ঠে স্তা স্টেডিয়ামে আয়োজিত উৎসবে উপস্থিত হাজার হাজার দর্শক- শ্রোতাদের মন জয় করেন সঙ্গীত তারকারা। দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে উত্সব। ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল’ শিরোনামে বাংলাদেশের তারকা শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মেতে উঠে পুরো স্টেডিয়াম। বিশেষ করে গুরুখ্যাত জেমসের কণ্ঠে কবিতা তুমি স্বপ্ন চারিনী হয়ে/ মা/ আমার সোনার বাংলা/ গুরু ঘর বানাইলা কি দিয়া/ সুলতানা বিবিয়ানা/ পাগলা হাওয়ার তরে কালজয়ী এসব গানের মুগ্ধতা আর দর্শকদের উচ্ছ্বাস-ভালোবাসায় ভিন্নতা খুঁজে পায়।

আয়োজক প্রতিষ্ঠান অফিওরা’র প্রেসিডেন্ট ও ফ্রঁসে আভেক রাব্বানীর প্রতিষ্ঠাতা কাউন্সিলর কৌশিক রাব্বানী খানের সঞ্চালনায় উৎসবের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্টÌদূত খন্দকার এম তালহা, স্তা মেরির মেয়র আজেদী তাইবিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সিলেটের বন্যার্তদের সহযোগিতার তহবিল সংগ্রহের জন্য বিসিএফ ও ইপিএসর তত্ত্বাবধানে দুইটি ডোনেশন বাক্স রাখা হয়। এতে প্রায় আড়াই হাজার ইউরো দান করেন অনুষ্ঠানে আগতরা।

অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে জেমস বলেন, ‘স্বাভাবিক কারণেই ময়দানের শ্রোতাদের সাথে আমার দেখা হয়নি। তাই অনেকদিন পর এই কনসার্টে পারফর্ম করে প্রবাসী ভাইদেও সাথে দেখা হয়ে ভাল লাগলো।’

‘অফিওরা’র কর্ণধার কৌশিক রাব্বানী খান জানান, মূলত, ফ্রান্সে বাঙালিদের মেলবন্ধনকে আরও সূদৃঢ় করার পাশাপাশি ফরাসি সংস্কৃতির মাঝে বাংলাদেশি কৃষ্টি-কালচার ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়ে ছিল আমাদের এই আয়োজন।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন