পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল আজ বৃহস্পতিবারও (৩০ জুন) বন্ধ রয়েছে। এদিকে পদ্মার মাঝ নদীতে ডুবো চর সৃষ্টি হওয়ায় শিমুলিয়া-মাঝিকান্দি ও বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ট্রলারে করে মোটরসাইকেল নিয়ে পদ্মা নদী পারাপার হচ্ছেন চালকরা।
বৃহস্পতিবার একাধিক ট্রলার মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ঘাটে উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে ট্রলার চালকরা গোপনে মোটরসাইকেল নদী পার করছেন। এসব ট্রলারে ৭ থেকে ৮টি করে মোটরসাইকেল বহন করে। প্রতিটি মোটরসাইকেল পারাপারে ৭০০ টাকা করে দিতে হয়েছে চালকদের।
ট্রলারে নদী পাড়ি দেওয়া চালকরা জানিয়েছেন, ফেরি চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে ঝুঁকি থাকা সত্ত্বেও এ পথ বেছে নিচ্ছেন তারা। তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যত দ্রুত সম্ভব পদ্মা সেতুতে আবার মোটরসাইকেল চলাচলের দাবি জানিয়েছেন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, পদ্মা নদীর মাঝি মাঝিরকান্দি চ্যানেলে নতুন করে ডুবোচর সৃষ্টি হয়েছে। ডুবোচরে ফেরি চলাচল খুবই ঝুঁকিপূর্ণ।তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।