শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৯:৫০

পশ্চিম তীরে অধিকৃত ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন ইয়াইর লাপিদ। মাত্র এক বছর পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নাফতালি বেনেত বিদ্যমান চুক্তি অনুসারে বৃহস্পতিবার (৩০ জুন) লাপিদকে দায়িত্ব হস্তান্তর করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইসরায়েলের সংসদ ভেঙে দেওয়ার পক্ষে ৯২-০ ভোট দেওয়ার পর এবং প্রধানমন্ত্রী নাফতালি বেনেত পদত্যাগ করার পর ইসরায়েল ৩ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নতুন নির্বাচনের দিকে যাচ্ছে। আগামী ১ নভেম্বরের নির্বাচন পর্যন্ত বেনেতের পুরোনো জোটের অংশীদার ইয়াইর লাপিদই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এর আগে, ক্ষমতাসীন জোটের নেতারা সংসদ ভেঙে দেওয়ার কথা জানান। দুই নেতৃস্থানীয় জোটের অংশীদার এক বিবৃতিতে জানায়, জোটকে স্থিতিশীল করার জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও জানিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেত নয়, কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হবেন লাপিদ। কারণ জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেত ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।

ইত্তেফাক/টিআর