দীর্ঘ প্রতীক্ষা আর চেষ্টার অবসান ঘটিয়ে অবশেষে অনেকের হাতের মুঠোয় ওঠেছে টিকিট নামক সোনার হরিণ। ঈদযাত্রায় বাড়ি ফেরার যুদ্ধের প্রথম ধাপ সফল, তাই তাদের মুখে দেখা গেছে বিজয়ের হাসি। এর আগে বৃহস্পতিবার রাত থেকেই টিকিটপ্রত্যাশীরা কমলাপুর রেলস্টেশনে ভিড় করেন। অনেকেই স্টেশনে ঘুমিয়ে পড়েন। টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছাতে বেশ বেগে পেতে হয় তাদের। ছবি তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।