সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যুবকের বিরুদ্ধে আড়াই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ০১ জুলাই ২০২২, ১৪:০৩

কক্সবাজারের উখিয়ায় একজন যুবকের বিরুদ্ধে আড়াই বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে হলদিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরকারি আশ্রয় প্রকল্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দিদার মিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক সেবনকারী বলে জানা যায়। স্থানীয়রা তাকে ধরে রাতে পুলিশে সোর্পদ করেছে।

ভিকটিম শিশুর বাবা জানান, মরিচ্যা এলাকার দিদার মিয়া প্রতিদিন তার বাড়ির পাশে একটি বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। বৃহস্পতিবার ইয়াবা সেবন করে ফিরে যাওয়ার সময় বাড়ির পাশে তার আড়াই বছরের শিশুটি খেলা করছিল, তখন সে তাকে একা পেয়ে যৌন নিপীড়ন করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। দিদার মিয়া পালিয়ে যাওয়ার সময় অনেকে দেখেছে।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘ভিকটিমের বাবা বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। পরে ধর্ষককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।’

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এই ঘটনায় চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযুক্ত দিদার মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ওসি বলেন, ‘হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে আছে।’ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ইত্তেফাক/মাহি