বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদ উপলক্ষে বেড়েছে মসলার ঝাঁজ

আপডেট : ০১ জুলাই ২০২২, ১৮:৫১

আগামী ১০ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে বাজারে প্রায় সব ধরনের মসলার দাম বেড়েছে।

শুক্রবার (১ জুলাই) রাজধানীর কাওরান বাজার, হাতিরপুল কাঁচা বাজার, পলাশী বাজার, কেল্লারমোড় বাজার এ চিত্র পাওয়া গেছে।

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৮-১০ টাকা  বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হয়েছে।  

পেঁয়াজের এমন দাম বাড়ার বিষয়ে পলাশি বাজারের ব্যবসায়ী আব্বাস মিয়া জানান, সামনে কোরবানির ঈদ। এই ঈদে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। এছাড়া বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হওয়ার কারণেও দাম বেড়েছে।

কাওরান বাজারের একটি মসলার দোকান। ছবি: ফরহাদ হোসেন

পেঁয়াজের পাশাপাশি অন্য মসলার দামও বেড়েছে। বাজারে রসুন ১২০-১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা। ১০০-১৩০ টাকার আদা আজ ১৫০-১৭০ টাকায়, ৪০০ টাকার জিরা ৪৪০-৪৭০ টাকায়, ২২০-২৪০ টাকার হলুদ গুড়া ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুকনা মসলার মধ্যে দারচিনি বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। সেই সঙ্গে ধরনভেদে এলাচ বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। এছাড়া লবঙ্গ এক হাজার ৮০০ টাকা,  কিসমিস ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইত্তেফাক/ইউবি

এ সম্পর্কিত আরও পড়ুন