শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হিঙ্গিসকে ছুঁলেন শিওনতেক

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৯:০৬

দ্বিতীয় সেট জিতে দারুণ লড়াই দেখান পাত্তিনামা কেরখোব। কিন্তু দিনশেষে ইগা শিওনতেকের সামনে জয় উদ্যাপন করার সৌভাগ্যটা হয়ে ওঠেনি। অবশ্য সেটা করতে দেননি শিওনতেক। দ্রুত নিজেকে সামলে নিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান তৃতীয় সেটে। ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে জিতে টানা জয়ে কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসকে ছুঁলেন এই পোলিশ।

১৯৯৭ সালে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলেন পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ী হিঙ্গিস। শিওনতেক এখন সেই অবস্থানেই দাঁড়িয়ে আছেন। যদিও টানা জয়ের বিশ্বরেকর্ড গড়তে আরো টানা ৩৭ ম্যাচ জিততে হবে তাকে। ১৯৮৪ সালে টানা ৭৪ ম্যাচ জিতে সেই রেকর্ড এখনো ধরে রেখেছেন মার্টিনা নাভ্রাতিলোভা।

শিওনতেক ছাড়াও নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সিমোনা হালেপ, পেত্রা কেভিতোভা, কোকো গফ। এদিকে পুরুষ এককে জরিমানার শিকার হয়েছেন নিক কিরিওস। ফিলিপ ক্রেজিনোভিচকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেও প্রথম রাউন্ডে দর্শকের ওপর থুতু ছেটানোর অভিযোগে তাকে ১০ হাজার ডলার (৯০ লাখ টাকা) জরিমানা করে উইম্বলডন কর্তৃপক্ষ।

তৃতীয় রাউন্ডে উঠেছেন টপ ফেভারিট রাফায়েল নাদালও। লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিস ৬-৪, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারান তিনি। প্রথম দুই সেটে ছন্দে থাকলেও তৃতীয় সেটে এসে খেই হারিয়ে ফেলেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন