কেরানীগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিফাত ও ইয়াসিন নামে দুই যুবক আহত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) রাতে কেরানীগঞ্জ মডেল থানার লাখিরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর কুন্দলিয়া এলাকায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর মোটরসাইকেলের আহত তিন আরোহীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত্যু ঘোষণা করেন। রিফাত ও ইয়াসিনকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এব্যাপার শুক্রবার রাত ১০ টায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।