রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

লিবিয়ায় পার্লামেন্টে হামলা, আগুন

আপডেট : ০২ জুলাই ২০২২, ২১:১১

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর টোব্রুকের পার্লামেন্টে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় ভবনের কিছু অংশে আগুন দেওয়া হয়। শনিবার (২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্রমাগত বিদ্যুৎ ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে লিবিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভকারীরা নির্বাচনের আহ্বান জানিয়েছে।

পার্লামেন্ট ভবন।  ছবি: এএফপি

অনলাইনে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।

 

 

ইত্তেফাক/ইউবি