শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একদিনেই ৮৪ দেশের শীর্ষে বিটিএসের জে-হোপের নতুন গান

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৫:১৬

আগামী ১৫ জুলাই মুক্তি পাবে বিটিএস সদস্য জে-হোপের গানের একক অ্যালবাম 'জ্যাক ইন দ্য বক্স’। তার আগে ১ জুলাই জে-হোপ তার অ্যালবাম থেকে 'মোর' গানটি মুক্তি দেন। গানটি মুক্তির পরপরই সারা বিশ্বের মিউজিক চার্টে জায়গা করে নেয়।

পিঙ্কভিলা বলছে, জে-হোপের 'মোর' বিশ্বব্যাপী ৮৪টি দেশে প্রথম স্থান দখল করেছে। যার মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স এবং ডেনমার্কের মতো কয়েকটি বড় সংগীত বাজার। গানটি মুক্তির একাধিক দেশে ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেন্ডিং ছিল এবং মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ১৭ মিলিয়নেরও বেশি মন্তব্য পেয়েছে।

এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১০ ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন বার দেখা হয়েছে জে-হোপের 'মোর'। যা আবারও প্রমাণ করল বিটিএস আর্মিরা বিটিএসকে কতটা ভালোবাসেন। ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম ওয়েভার্সে একটি দীর্ঘ পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন জে-হোপ।

 

ইত্তেফাক/এসজেড