বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:১১

গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজে।

তিনি বলেন, ‘আমাদের ‘হাওয়া’ সিনেমাটা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আমরা এখন সিনেমাটার মুক্তি দিতে প্রস্ততি নিচ্ছি। সব কিছু ঠিক করতে পারলে আশা করছি কয়েক দিনের মধ্যে অফিসিয়ালি মুক্তি ডেট বলতে পারবো।’

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ।

‘হাওয়া’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই ‘হাওয়া’ সিনেমা পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে। বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। প্রশংসা করেছেন অনেকে।

সিনেমাটি নিয়ে মেজবাউর রহমান সুমন আরও বলেন, ‘হাওয়া’ একটি গভীর সমুদ্রের গল্প। সম্পর্ক, প্রতিশোধ ও মৃত্যুকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। সমুদ্রপাড়ের নয়, গভীর সমুদ্রের গল্প এটি।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। সিনেমাটি চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন