শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৩:৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে এসব গাঁজা বহনকারী প্রাইভেটকারটিও।

রবিবার (৩ জুলাই) সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চারধরা গ্রামের আনছার আলীর ছেলে রবিন (১৭) ও একই উপজেলার আমতলী গ্রামের বারেক মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮)।

আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার উপ-পুলিশ পরিদর্শক (সার্জেন্ট) মো. জহুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এর ভিতর থেকে থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারের চালকসহ দুজনকে আটক করা হয়। গাঁজাগুলো জেলার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে তিনি জানান।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজাদ রহমান জানান, গাঁজাবহনকারী প্রাইভেটকারটি জব্দ করাসহ আটকদের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর